• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

অপরাধ

ডিবি পুলিশ পরিচয়ে যুবদল নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০২৩

 নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে ডিবি পুলিশ পরিচয়ে বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে তুলে নেওয়ার দেড় ঘণ্টা পরে হাত-পা বাঁধা ও রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) রাত ১২ টার দিকে উপজেলার গোপালপুর মহিলা আদর্শ কলেজের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। মাসুদ রানা উপজেলার নাগশোষা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

মাসুদ রানার স্ত্রী আসমা খাতুন  জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে নিজ দোকান থেকে বাড়ি যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে সাদা মাইক্রো বাসে মাসুদ রানাকে  উঠিয়ে নিয়ে যায় একদল দুবৃত্ত। পরে রাত সাড়ে ১১ টার দিকে তার তার মুঠোফোনে গোপালপুর মহিলা কলেজের পাশ থেকে লাশ সংগ্রহের করার জন্য জানানো হয়। পরে  তার পরিবারের সকলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাত বলেন, শুক্রবার রাতে ডিবি পুলিশের কেউ লালপুর উপজেলায় অভিযানে যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  উজ্জল হোসেন বলেন, এবিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads